উত্তর : ছালাতের মধ্যে হাঁচি দাতা ‘আল-হামদুলিল্লাহ’ বলতে পারবে। তবে উচ্চৈঃস্বরে নয়। বরং নিম্নস্বরে বলবে। রিফাআ ইবনু রাফি রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে ছালাত আদায় করছিলাম। তখন আমার হাঁচি এলো আমি বললাম, اَلْحَمْدُ لِلهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাত শেষ করে বললেন, ছালাতে কে কথা বলছিল? কিন্তু কেউ উত্তর দিল না। দ্বিতীয়বার একই প্রশ্ন করলেন। কিন্তু কেউ উত্তর দিল না। তৃতীয়বার প্রশ্ন করলে আমি বললাম, হে আল্লাহর রাসূল আমি কথা বলছিলাম। তিনি বললেন, কী বলছিলে? আমি বললাম, الْحَمْدُ لِلهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ অতঃপর নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই যাতের কসম, যাঁর আমার প্রাণ আছে! ত্রিশেরও অধিক ফেরেশতা এসেছিল, কে আগে এর ছওয়াব উঠিয়ে নিতে পারে (ছহীহ মুসলিম, হা/৬০০)। তবে তার জওয়াব দেয়ার কোন দলীল নেই।
প্রশ্নকারী : জুয়েল বিল মনিরুল ইসলাম
পত্নীতলা, নওগাঁ।