কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : বিয়েরপরে নিয়মিত চুড়ি, নাকফুল, কানের দুল ইত্যাদিপরার বিষয়ে ইসলাম কী বলে?

উত্তর : বিয়ের পরে বা আগে যে কোন সময় মেয়েরা চুড়ি, নাকফুল, কানের দুল ইত্যাদি পরতে পারে। আব্দুল্লাহ ইবনু আমর ইবনু আছ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা নবী কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার হাতে স্বর্ণের দুইটি চুড়ি দেখে বলেন, ‘তুমি কি এর যাকাত আদায় করেছ? এতে সে বলে, না। তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তুমি কি এতে খুশি হবে যে, এর কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে আগুনের দুইটি চুড়ি পরিধান করাবেন? (একথা শুনে) সে তা খুলে ফেলে বলে, এগুলো আল্লাহ ও তার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য (নাসাঈ, হা/২৪৭৯)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নারীদের দান করার বিষয়ে উদ্বুদ্ধ করেন, এমনকি তাদের গলার হার দিয়ে হলেও। তখন তারা নিজেদের কানের দুল ও আংটি খুলে দান করতে থাকেন (ছহীহ বুখারী, হা/১৪৬৬; ছহীহ মুসলিম, হা/৮৮৫)। এই দুইটি হাদীছ দ্বারা বুঝা যায় যে, চুড়ি, নাকফুল, কানের দুল ইত্যাদি পরতে পারে। তবে বিধর্মীরা নাকফুলকে স্বামীর মঙ্গল কামনার নিদর্শন মনে করে এবং নাকফুল ও চুড়ি পরলে স্বামীর আয়ু কমে যায় না, এমন বিশ্বাস লালন করে। এমন বিশ্বাস সম্পূর্ণ কুসংস্কার ও শিরক। উল্লেখ্য, অলঙ্কার, সাজ-সজ্জা মাহরাম ব্যতীত কারো কাছে প্রকাশ করা যাবে না।

প্রশ্নকারী : আব্দুল্লাহিল বাকী

মুর্শিদাবাদ, ভারত


Magazine