কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : কা‘ব আহবার আলাইহিস সালাম আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু এবং মুহাম্মদ ইবনু ইসহাক আলাইহিস সালাম বিভিন্ন রাবী থেকে বর্ণনা করেন যে, ইবরাহীম আলাইহিস সালাম যখন পুত্রকে কুরবানী করার সিদ্ধান্ত নিয়েই ফেললেন, তখন ইবলীস মনে মনে হাজেরা (আ.)-কে বিপথে পরিচালিত করার সিদ্ধান্ত নিয়ে এসে বলল, তুমি কি জানো, তোমার স্বামী ইসমাঈল আলাইহিস সালাম-কে কোথায় নিয়ে যাচ্ছে? হাজেরা (আ.) বললেন, কেন? পাহাড়ে খড়ি কাটতে যাচ্ছে৷ শয়তান বলল, আল্লাহর কসম! তোমার স্বামী তার রবের নির্দেশে ইসমাঈলকে কুরবানী করতে নিয়ে যাচ্ছে৷ এ কথা শুনে হাজেরা (আ.) বললেন, যদি তার রবই তাকে এ নির্দেশ দিয়ে থাকেন, তাহলে আমিও তাকে সহযোগিতা করব৷ হাজেরা (আ.)-এর নিকট হতে নিরাশ হয়ে শয়তান ইবরাহীম আলাইহিস সালাম-এর পিছন পিছন চলা ইসমাঈল আলাইহিস সালাম-কে বিপথগামী করতে চাইল। কিন্তু মায়ের মতো ইসমাঈল আলাইহিস সালামও একই উত্তর দিল। অনেকক্ষণ চিন্তা করে ভালো মানুষের রূপ ধরে শয়তান স্বয়ং ইবরাহীম আলাইহিস সালাম-কে গিয়ে বলল, আল্লাহর কসম! আমি জানি শয়তানই আপনাকে এ স্বপ্ন দেখিয়েছে। ইবরাহীম আলাইহিস সালাম ইলমে নববী দ্বারা বুঝতে পারলেন যে, এ ব্যক্তি শয়তান ছাড়া আর কেউ না। তাই তিনি শয়তানকে বললেন, হে অভিশপ্ত! তুই দূর হয়ে যা। এতে শয়তান রাগান্বিত হয়ে পিছু হটল। উক্ত ঘটনা কি ঠিক?

উত্তর : প্রশ্নে বর্ণিত ঘটনাটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ছহীহ সূত্রে ও নির্ভরযোগ্য কোনো কিতাবে এর কোনো ভিত্তি পাওয়া যায় না। সুতরাং এমন অনির্ভরযোগ্য বর্ণনা বিশ্বাস করা ও তা প্রচার করা থেকে বেঁচে থাকা একান্ত জরুরী কর্তব্য।

প্রশ্নকারী :  মুশফিকুর রহমান

লালপুর, নাটোর।

Magazine