কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯): কার সাথে কার বিয়ে হবে সেটিও কি ভাগ্যে লেখা থাকে?

উত্তর : হ্যাঁ। বিবাহ, রিযিকসহ মানুষের জীবনে যা কিছু ঘটবে সকল কিছুই তাকদীরে লেখা রয়েছে। আল্লাহ তাআলা সকল মাখলুকের তাকদীর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর পূর্বে লিখেছেন (ছহীহ মুসলিম, হা/২৬৫৩)। তারপর মায়ের পেটে চারমাস বয়সে আবার তাকদীর লিখে দেওয়া হয় (ছহীহ মুসলিম, হা/২৬৪৩)। তবে সেই তাকদীরের ওপর ভরসা করেই বসা থাকাটা নিন্দনীয়, বরং আমাদেরকে কাজ করতে বলা হয়েছে। কেননা আমরা তাকদীর প্রকাশিত হওয়ার আগে তা জানি না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা আমল করতে থাক, কারণ যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য সে আমলকে সহজ করে দেয়া হবে। যে ব্যক্তি সৌভাগ্যের অধিকারী হবে, তার জন্য সৌভাগ্যের অধিকারী লোকদের আমলকে সহজ করে দেয়া হবে। আর যে দুর্ভাগ্যের অধিকারী হবে, তার জন্য দুর্ভাগা লোকদের আমলকে সহজ করে দেয়া হবে’ (ছহীহ বুখারী, হা/৪৯৪৯)। ‍সুতরাং আমাদেরকে তাকদীরের উপর ভরসা করে বসে না থেকে কাজ করে যেতে হবে।

প্রশ্নকারী : আব্দুর রহিম

বাঘমারা, রাজশাহী।


Magazine