কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : স্বামী যদি স্ত্রীকে ছেড়ে ছয়মাস অন্য কোথাও অবস্থান করে তাহলে তাদের বিবাহ বাতিল হয়ে যাবে। এ কথা কি ঠিক?

উত্তর : না, এ কথা ঠিক নয়। এটি একটি ভিত্তিহীন কথা। রবং উভয়ের সম্মতিতে স্বামী তার স্ত্রীকে ছেড়ে দীর্ঘদিন থাকতে পারে। তবে উমার রযিয়াল্লাহু আনহু-এর পক্ষ থেকে স্ত্রীকে ছেড়ে থাকার ব্যাপারে এরকম একটি বিবরণ পাওয়া যায় যে, একবার তিনি তাঁর মেয়ে হাফসা রযিয়াল্লাহু আনহা-কে জিজ্ঞেস করেছিলেন, একজন নারী তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? তিনি উত্তর দিয়ে ছিলেন ছয় মাস বা চার মাস। তারপর থেকে তিনি কোনো সৈনিককে ছয় মাসের বেশি বাহিরে থাকতে দিতেন না (মারেফাতুস সুনান ওয়াল আছার লিল বায়হাক্বী, ১৪/২৪৯)। এ থেকে বুঝা যায় যে, বিশেষ প্রয়োজনে ছয় মাস স্ত্রী ছাড়া থাকা যায়। এর চেয়ে বেশি থাকলে স্ত্রীর সম্মতির প্রয়োজন আছে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের উপর তোমাদের নফসের হক্ব আছে, তোমাদের স্ত্রীর হক্ব আছে, তোমরা সবার হক্ব আদায় করবে’ (ছহীহ বুখারী, হা/৬১৩৯)। তাই একান্ত অসুবিধায় না পড়লে স্ত্রী ও সন্তানদের দেখাশোনা করার যে দায়িত্ব প্রত্যেক স্বামীর রয়েছে তা পালনার্থে সকলকে নিয়ে একত্রে বসবাস করাই উত্তম।

প্রশ্নকারী : নাঈম ইসলাম

 চৌমুহনি, বগুড়া।


Magazine