উত্তর : ছালাতে সিজদা কম হয়েছে বলে সন্দেহ হলে সিজদা করে নিতে হবে। তারপর শেষে সাহু সিজদা দিয়ে সালাম ফিরাবে। কেননা রুকূ-সিজদা ছুটে গেলে রাক‘আত বাতিল হয়ে যায় (ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/৫৩৯; সিলসিলা ছহীহাহ, হা/২৫৩৭)।
-আব্দুস ছামাদ
মোহনপুর, রাজশাহী।
উত্তর : ছালাতে সিজদা কম হয়েছে বলে সন্দেহ হলে সিজদা করে নিতে হবে। তারপর শেষে সাহু সিজদা দিয়ে সালাম ফিরাবে। কেননা রুকূ-সিজদা ছুটে গেলে রাক‘আত বাতিল হয়ে যায় (ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/৫৩৯; সিলসিলা ছহীহাহ, হা/২৫৩৭)।
-আব্দুস ছামাদ
মোহনপুর, রাজশাহী।