কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫): কোনো হিন্দু শিক্ষকের কাছে প্রাইভেট পড়া কি জায়েয?

উত্তর: অমুসলিম শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করা যায়। যদি তিনি কোনো বৈধ এবং উপকারী বিষয়ে শিক্ষা প্রদান করেন এবং তার মাঝে শিরকী, কুফরী বা অনৈসলামী অথবা সন্দেহমূলক কোনো বিষয় না থাকে। ইবনে ইবনে আব্বাস (রাযিঃ),  বদর যুদ্ধের কিছু বন্দি ছিল যাদের মুক্তিপণ দেওয়ার ক্ষমতা ছিল না। তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুক্তিপণ নির্ধারণ করেন যে, তারা আনছারদের সন্তানদের লেখা শেখাবে (মুসনাদে আহমাদ, হা/২২১৬)। ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ বলেন, হালাল ও হারামের পর চিকিৎসা বিদ্যার চেয়ে শ্রেষ্ঠ জ্ঞান আছে বলে আমার জানা নেই। কিন্তু এ ব্যাপারে ইয়াহূদী-খ্রিষ্টানরা আমাদের চেয়ে এগিয়ে গেছে (সিয়ারু আলামিন নুবালা, ৮/২৫৮)।

প্রশ্নকারী : শাফিউর রহমান শুয়াইব

পবা, রাজশাহী।


Magazine