কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): আমি একজন ব্যবসায়ীর ম্যানেজার হিসেবে কাজ করি।তার ব্যবসার সকল আয়-ব্যয়ের হিসাব লিখে রাখি। বর্তমানে তিনি কিছু টাকা সূদে লোন নিয়েছেন। সূদ নেওয়া বা তার লাভ দেওয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি যেহেতু তার ব্যবসার সকল আয়-ব্যয়ের হিসাব লিখে রাখি, তাই তিনি যে তারিখে সূদের লাভ দেন সেই তারিখে সূদের লাভের ব্যয় হিসেবে আমাকে খাতায় লিখে রাখতে হয়। আমি সূদের লাভ উল্লেখ না করে অন্যান্য বাবদ লিখে খরচটা দেখাই। এতে কি আমি সূদের লেখক হিসেবে পরিগণিত হব? আমার চাকরিটা হালাল না হলে, আমি দ্রুত ছেড়ে দিতে চাই।

উত্তর: এমন কাজ করা বৈধ নয়। কেননা এতে সূদের কারবারে সহযোগিতা করা হয়। আর আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালংঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। আর হাদীছে রয়েছে যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদ দাতা, সূদ গ্রহীতা, এর লেখক ও সাক্ষীদ্বয়ের ওপর লা‘নত করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫৯৭)। এখানে সূদের লেখক বলতে সূদদাতা ও গ্রহীতার মাঝে সূদের কারবারের লেখক উদ্দেশ্য (শারহু মুসলিম, নববী, ১১/২৬; মিরকাতুল মাফাতীহ, ৫/১৯১৬)। সুতরাং প্রশ্নে উল্লিখিত ব্যক্তি এমন কাজ করার কারণে সূদের লেখক হিসেবে গণ্য হবে না, ইনশা-আল্লাহ।

প্রশ্নকারী : খালেদ সাইফুল্লাহ

ধামরাই, ঢাকা।


Magazine