কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : মেয়ের বাবা মেয়েকে তার স্বামীর কাছ থেকে আলাদা করে নিতে চায়। মেয়ের পেটে বাচ্চা আছে সে বাচ্চা নষ্ট করে দেয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। মেয়ের বাবার এমন কাজ শরীআত সম্মত হবে কি?

উত্তর: পিতার জন্য মেয়েকে তার স্বামীর থেকে আলাদা করা বা তালাক করিয়ে নেওয়া এবং পেটের বাচ্চা নষ্ট করা যা হত্যার শামিল এরুপ জঘন্য পরামর্শ দেওয়া থেকে বিরত থাকা আবশ্যক। মেয়ে যদি সংসার করতে চায় আর বাবা না চায় তাহলে মেয়ে তার বাবার কথা শুনবে না। বরং সেই স্বামীর সাথে সংসার চালিয়ে যাবে। তবে যদি একান্তই সংসার চালিয়ে যাওয়া সম্ভব না হয়, তাহলে শারঈ পদ্ধতি অনুযায়ী তালাক করাতে পারবে, আর গভবস্থাতেও তালাক হয়ে যাবে এবং বাচ্চা প্রসব করার পরে অন্য বিবাহ করতে পারবে (ছহীহ বুখারী, হা/৫২৫১, ছহীহ মুসলিম, হা/১৪৭১, আবূ দাউদ, হা/২১৭৯)।

তবে তালাক করালেও বাচ্চাকে কোন মতেই হত্যা করা যাবেনা। গর্ভের বাচ্চা হত্যা করা আর জীবন্ত মানুষ হত্যা করা সমান অপরাধ।

প্রশ্নকারী : আবূ তালেব

বিরল, দিনাজপুর।


Magazine