কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : জান্নাতী মহিলাদের সর্দারকে হবে?

উত্তর : জান্নাতী মহিলাদের সর্দার হবেন ফাতেমা রাযিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাযিয়াল্লাহু আনহা-কে চুপে চুপে বলেছিলেন যে, তাঁর পরিবার-পরিজনের মধ্যে তিনিই (ফাতেমা) সর্বপ্রথম তাঁর অনুসরণ করবেন (ছহীহ বুখারী, হা/৩৬২৬; মিশকাত, হা/৬১২৯); এবং তিনি জান্নাতী নারী অথবা ঈমানদার নারীদের সর্দার হবেন (ছহীহ বুখারী, হা/৬২৮৫; ছহীহ মুসলিম, হা/২৪৫০; মিশকাত, হা/৬১২৯)। উল্লেখ্য যে, জান্নাতী নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী হবেন চার জন। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে চারটি দাগ কাটলেন এবং বললেন, তোমরা কি জানো এটা কী, এর মর্মার্থ কী? তারা বলল, আল্লাহ এবং তাঁর রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, জান্নাতী নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী হলো খাদীজা বিনতু খুয়াইলিদ, ফাতেমা বিনতু মুহাম্মাদ, ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতু মাযাহেম এবং মারইয়াম বিনতু ইমরান রাযিয়াল্লাহু আনহুম (মুসনাদে আহমাদ, হা/২৬৬৮; সিলসিলা ছহীহ, হা/১৫০৮)।

প্রশ্নকারী : আবু বকর

 নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine