কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : আমল কবুল হবার জন্য কী কী শর্ত রয়েছে?

উত্তরআল্লাহর নিকটে আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। সেগুলো হলো- ১. ইখলাছ থাকা। আল্লাহ তাআলা বলেন, ‘আর তাদেরকে কেবল এ নির্দেশই প্রদান করা হয়েছিল যে, তারা যেন আল্লাহর ইবাদত করে তাঁরই জন্য দ্বীনকে একনিষ্ঠ করে এবং ছালাত কায়েম করে ও যাকাত প্ৰদান করে। আর এটাই সঠিক দ্বীন’ (আল-বায়্যিনাহ, ৯৮/৫)। আল্লাহ তাআলা আরো বলেন, ‘যে কেউ দুনিয়ার জীবন ও তার শোভা কামনা করে, দুনিয়াতে আমরা তাদের কাজের পূর্ণ ফল দান করি এবং সেখানে তাদেরকে কম দেয়া হবে না। তাদের জন্য আখেরাতে আগুন ছাড়া অন্য কিছুই নেই এবং তারা যা করেছিল আখেরাতে তা নিষ্ফল হবে। আর তারা যা করত তা ছিল নিরর্থক’ (হূদ, ১১/১৫-১৬)। ২. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণে আমলটি করা। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ যদি এমন আমল করে, যাতে আমাদের নির্দেশনা নেই, তাহলে সেটি বর্জনীয়’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)।

প্রশ্নকারী : মেহেদী হাসান

বাগেরহাট।


Magazine