উত্তর: রাসূল হলেন তিনি যাকে ওহী করার মাধ্যমে নতুন শরীয়ত দেওয়া হয়েছে এবং তা প্রচার করার আদেশ করা হয়েছে। আর নবী হলেন তিনি, যাকে ওহী করা হয়েছে, কিন্তু নতুন শরীয়ত দেওয়া হয়নি, বরং তিনি পূর্বের কোনো নবীর শরীয়তকে প্রচার করার জন্য আদিষ্ট হয়েছেন। কেননা, আল্লাহ তাআলা বলেন, “আর আমরা আপনার পূর্বে যে রাসূল কিংবা নবী প্রেরণ করেছি, তাদের কেউ যখনই (ওহীর কিছু) তিলাওয়াত করেছে, তখনই শয়তান তাদের তিলাওয়াতে কিছু নিক্ষেপ করেছে, কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা বিদূরিত করেন। তারপর আল্লাহ তাঁর আয়াতসমূকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় (আল-হাজ্জ, ২২/৫২)।” এই আয়াত প্রমাণ করে যে, নবী ও রসূল উভয়ের ওপরই ওহী করা হয় এবং উভয়কেই প্রচারের জন্য পাঠানো হয় (আযওয়াউল বায়ান, শানকীতী, ৫/২৯০)।
প্রশ্নকারী : জোবায়ের মাহমূদ
জামালপুর।