উত্তর: ছালাতের ভিতরে তাশাহুদ, দরুদ, বা জরুরী দোআ পূর্ণভাবে পড়তে যদি ব্যর্থ হয় অথবা ভুল হয়ে যায়, তাহলে পূর্ণভাবে পড়ার চেষ্টার করতে হবে। কিন্তু এতে ব্যর্থ হলে কোন সমস্যা নেই, তার ছালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কারো উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না (আল বাকারাহ, ২/২৮৬)। আর এমন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে জরুরী দোআ সমূহ ভালভাবে মুখস্থ ও অর্থ বুঝে পাঠ করা চেষ্টা করতে হবে। কিন্তু এরুপ ভুলের জন্য সাহু সিজদা দিতে হবে না।
প্রশ্নকারী : মুনীর হুসায়েন
ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।