কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : মহিলাদের তা‘লীমী বৈঠকে ১০-১৫ বছর বয়সের ছেলেরা কি কোনো জ্ঞানমূলক বা ইসলাম সম্পর্কে বক্তব্য দিতে পারবে কি?

উত্তর : উক্ত বয়সের ছেলে বালেগ হলে পর্দার বিষয়টি নিশ্চিত করে আড়াল থেকে তা‘লীমী বৈঠকে কুরআন ও ছহীহ হাদীছ থেকে জ্ঞানমূলক বক্তব্য পেশ করাতে শারঈ কোনো বাধা নেই। মহান আল্লাহ বলেন, ‘তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে’...(আন-নূর, ২৪/৩১)। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, মহিলারা আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, (হে আল্লাহর নবী!) পুরুষেরা তো (দ্বীন শেখার ক্ষেত্রে) আমাদের থেকে এগিয়ে আছে। অতএব, আপনি আমাদের জন্য একটি দিন নির্ধারণ করে দিন, (যে দিনে আমরা আপনার থেকে দ্বীনি মাসআলা-মাসায়েল শিখবো)। অতঃপর তিনি তাদের জন্য একটি দিন নির্ধারণ করে দিলেন। ঐ দিনে তারা একত্রিত হত আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপদেশ দিতেন (ছহীহ বুখারী, হা/১০১; মুসনাদে আহমাদ, হা/১১৩১৪)।

প্রশ্নকারী : আহসানুল্লাহ বিন আজাদ

মহাদেবপুর, নওগাঁ।


Magazine