উত্তর: জীন-ইনসান ও ফেরেশতা ব্যতীত অন্য সকল জীব-জন্তু কীসের তৈরী এ ব্যাপারে আমাদের স্পষ্ট কোনো দলিল জানা নেই। তবে এ ব্যাপারে উলামাদের দুটি মত পাওয়া যায়। ১. পানি দ্বারা তৈরী। দলিল- وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِنْ مَاءٍ জমিনের উপর প্রতিটি বিচরণশীল প্রাণিকে আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন... (সূরা নূর, ২৪/৪৫)। এ আয়াত থেকে প্রমান হয় জীব-জন্তু পানি দ্বারা সৃষ্টি। ২. মাটি দ্বারা তৈরী। দলিল: আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কিয়ামতের দিন সৃষ্টিকুল একত্রিত করা হবে; চতুষ্পদ জন্তু, যমিনে বিচরণশীল প্রাণি, পক্ষিকুল ও সবকিছুই। তখন আল্লাহর ইনছাফ বাস্তবায়ন হবে এভাবে যে, তিনি শীংওয়ালা জন্তু থেকে শীং ছাড়া জন্তুর জন্য (যে শীং ছাড়া জন্তুকে গুতো দিয়ে জুলুম করেছিল) প্রতিশোধ গ্রহণ করবেন। (তাকে দিয়ে শীংওয়ালা জন্তুকে গুতো মেরে)। অতঃপর বলবেন, তুমি মাটি হয়ে যাও। ঠিক সেই মুহুর্তে কাফের ব্যক্তি বলবে, হায়! আমার আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম,তাহলে কতোই না ভালো হতো! (সিলসিলা ছহীহা, ৪/৪৬৬)। এ হাদীছের আলোকে তারা বলেন, আল্লাহ তাআলা যখন সবশেষে তাদের মাটিতে পরিণত করবেন, তখন বুঝা যায় যে তাদের সৃষ্টির মৌলিক উপাদান হলো মাটি। মহান আল্লাহ বলেন, ‘সেদিন আমরা আসমান গুটিয়ে নিব যেভাবে কিতাবসমূহ গুটিয়ে নেয়া হয়, যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই আমি এর পুনরাবৃত্তি ঘটাবো... (সূরা আম্বিয়া, ২১/১০৪)।
প্রশ্নকারী : ছিয়াম
আক্কেলপুর, জয়পুরহাট।