উত্তর: পুরুষের জানাযার ছালাতে ইমাম দাঁড়ানোর ক্ষেত্রে সুন্নাহ হলো মাথার সম্মুখ বরাবর দাঁড়ানো। আর মহিলার ক্ষেত্রে মাইয়েতের মাঝ বরাবর। সামুরা ইবনু জুনদুব রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন প্রসূতি মহিলা মারা গেলে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার ছালাত আদায় করলেন। ছালাতে তিনি মহিলার দেহের মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন (ছহীহ বুখারী, হা/১৩৩১)। নাফে‘ বলেন, আমি আনাস বিন মালেকের সাথে এক ব্যক্তির জানাযায় উপস্থিত হয়েছিলাম। তিনি তার মাথার বরাবর দাঁড়িয়েছিলেন (আহমাদ, হা/১৩১১৪)।
প্রশ্নকারী : শাহাদাত হোসাইন
জোরবাড়ীয়া, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।