কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : একই ইমাম ঈদের জামাআতে একাধিক বার ইমামতি করতে পারে কি? ছাহাবায়ে কেরামের জীবনে এরূপ কোনো আমল আছে কি?

উত্তর: পৃথক ইমাম হওয়াই উচিত। তবে ছালাত পড়ানোর মতো যদি ইমাম পাওয়া না যায়, তাহলে এমন পরিস্থিতিতে একই ইমাম একাধিক জামাআতে ইমামতি করতে পারবে। একই ইমাম একই ঈদের ছালাত একাধিক বার পড়িয়েছেন মর্মে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার ছাহাবীগণের কোনো আমল পাওয়া যায় না। তবে একই ছালাত একাধিকবার পড়ার বিষয়টি প্রমাণিত। মুআয ইবনু জাবাল রযিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে এশার ছালাত পড়তেন এবং নিজ সম্প্রদায়ে গিয়ে আবার তাদের ইমামতি করতেন (ছহীহ বুখারী, হা/৭১১; ছহীহ মুসলিম, হা/৪৬৫)।

প্রশ্নকারী : জাহিদুল ইসলাম 

রাজশাহী।

 

Magazine