কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫): ফাসেক সরকারের যুলম ও হত্যার প্রতিবাদে ৩০ জুলাই ১ দিনের জন্য লাল পতাকা বা লাল কাপড় দিয়ে মুখ বা চোখ ঢেকে অথবা লাল পতাকা ফেসবুকে প্রোফাইল পিকচার দিয়ে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ফরম্যাটে শোক প্রকাশ করছে। সবার সাথে এই ট্রেন্ডে তাল মিলিয়ে নির্দিষ্ট দিনে এই নির্দিষ্ট পদ্ধতিতে শোক প্রকাশ করা কি জায়েয ও এতে কি ছওয়াব আছে?

উত্তর: কেউ মারা গেলে শোক পালন করবে তিনদিন আর স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে চার মাস ১০ দিন অথবা গর্ভস্থিত সন্তান প্রসব হওয়া পর্যন্ত। আনন্দ প্রকাশ করা হয় এমন জিনিস বর্জনের মাধ্যমে শোক প্রকাশ করা হয়। শোক পালনের পদ্ধতি সম্পর্কে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মহিলার স্বামী মারা গেলে সে রঙিন পোশাক, কারুকার্য খচিত জামা ও অলংকার পরবে না, মেহেদী ও সুরমা ব্যবহার করবে না’ (আবূ দাঊদ, হা/২৩০৪)। শোকপ্রকাশের নামে চিৎকার করা, বুক চাপড়ানো, মাতম করা এবং জামাকাপড় ছিঁড়ে ফেলা জাহেলী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি। এছাড়াও শোক দিবস পালন করা, এর জন্য বিশেষ আয়োজন করাও ইসলামে অনুমোদিত নয়। সুতরাং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পদ্ধতি মেনে এভাবে শোক প্রকাশ করা যাবে না। তবে যালেম সরকারের যুলম ও হত্যার প্রতিবাদে নির্দিষ্ট কোনো প্রতীকী চিহ্ন ব্যবহার করে যুলম বা হত্যার প্রতিবাদে একাত্মতা প্রকাশ করাতে শারঈ কোনো বাধা নেই।

প্রশ্নকারী : আহমেদ তানিম

প্লাস্টো, ইস্ট লন্ডন, যুক্তরাজ্য।


Magazine