উত্তর : মসজিদে নকশাযুক্ত টাইলস লাগানো যাবে না। বরং এমন কাজ করা নিষিদ্ধ। কেননা এর মাধ্যমে মসজিদকে চাকচিক্য করা হয়, যা নিষিদ্ধ। আর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষ মসজিদ নিয়ে পরস্পর গৌরব ও অহংকারে মেতে না উঠা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না’ (আবূ দাঊদ, হা/৪৪৯)। আবার নকশাযুক্ত টাইলস থাকলে ছালাতে মনোযোগ নষ্ট হবে। আর মনোযোগ নষ্ট করে এমন কিছু মসজিদে রাখা যাবে না। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কারুকার্য খচিত চাদর পরিধান করে ছালাত আদায় করছিলেন। ছালাতের মধ্যেই চাদরের কারুকার্যের প্রতি তাঁর দৃষ্টি পড়ল। ছালাত শেষে তিনি বললেন, ‘আমার এই চাদরটা আবূ জাহমের নিকট নিয়ে যাও এবং তার কাছ থেকে আমবিজানিয়্যাহ (কারুকার্য ছাড়া মোটা চাদর) নিয়ে এসো। এটা আমাকে ছালাত হতে অমনোযোগী করে দিচ্ছিল’ (ছহীহ বুখারী, হা/৩৭৩)। সুতরাং মসজিদে নকশাযুক্ত টাইলস লাগানো থেকে বিরত থাকতে হবে।
প্রশ্নকারী : মোহাম্মাদ শামীম
ঢাকা।