কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭): ‘জ্ঞান মানুষের হারানো সম্পদ’ এটি কি হাদীছ?

উত্তর: ‘জ্ঞান হলো মানুষের হারানো সম্পদ; যেখানে পাও, তা কুড়িয়ে নাও’-এই উক্তিটি হাদীছ হিসেবে ব্যাপকভাবে প্রচলিত হলেও এর কোনো ছহীহ সূত্র পাওয়া যায় না। এটি একটি প্রবাদ বাক্য। তবে জ্ঞানার্জনের গুরুত্ব নিয়ে অনেক ছহীহ হাদীছ রয়েছে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জ্ঞানার্জনের জন্য পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন’ (ছহীহ মুসলিম, হা/২৬৯৯)।

প্রশ্নকারী : নাসিম

নিতপুর, পোরশা, নওগাঁ।


Magazine