উত্তর : ইসলামী শরীআতে ছবি, মূর্তি তৈরি করা হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কিয়ামতের দিনে মানুষের মধ্যে সর্বাধিক কঠিন শাস্তি তাদের হবে, যারা হলো ছবি নির্মাতা’ (ছহীহ বুখারী, হা/৫৯৫০; ছহীহ মুসলিম, হা/২১০৯)। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ‘নিশ্চয় যারা ছবি তৈরি করে, কিয়ামতের দিন তাদের শাস্তি প্রদান করা হবে। তাদের বলা হবে, তোমরা যা তৈরি করেছিলে তাতে প্রাণ সঞ্চার করো’ (ছহীহ বুখারী, হা/৫৯৫১, ৭৫৫৮; ছহীহ মুসলিম, হা/ ২১০৮)। অতএব কার্টুন বা এধরনের যা কিছু আছে সবই ছবির অন্তর্ভুক্ত। সুতরাং সবই হারাম।
প্রশ্নকারী : ইসমাঈল হোসেন
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।