কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : সূরা ইউসুফ এর ১০৮ নং আয়াতের কোনো ফযীলত আছে কি?

উত্তর : আল্লাহ তাআলা বলেন, ‘বলুন! এটাই আমার পথ, আল্লাহর প্রতি মানুষকে আমি ডাকি জেনে-বুঝে, আমি এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ কতই না পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই’ (ইউসুফ, ১২/১০৮)। এখানে নবী রাসূলের দাওয়াতের একটি বিশেষ পদ্ধতি উল্লেখ করা হয়েছে। তবে এই আয়াতের বিশেষ কোনো ফযীলত কুরআন ও সুন্নাহতে বর্ণিত হয়নি।

প্রশ্নকারী : আব্দুল্লাহ ইবনুল মুছত্বফা

দাম্মাম, সঊদী আরব।

Magazine