কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : আমি একজন ব্যবসায়ী। আমারগরু ও ছাগলের খামার আছে। মাঝে মাঝে আমি গরু ও ছাগল কিনি আবার বিক্রি করি। এমতাবস্থায় আমাকে কি এগুলোর যাকাত বের করতে হবে?

উত্তর : প্রশ্নে বর্ণিত বিবরণ অনুযায়ী উক্ত গরু-ছাগল ব্যবসায়িক সম্পদের অন্তর্ভুক্ত। ব্যবসায়িক সম্পদের উপর যাকাত ফরয হয়। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, لَيْسَ في العَرْضِ زَكاةٌ إِلاَّ أَنْ يُرَادَ بِهِ التِّجَارَةُ ‘আসবাবপত্রের উপর কোনো যাকাত নেই। তবে যদি তা ব্যবসার পণ্য হয়ে থাকে (তাহলে সেই আসবাবপত্রের উপর যাকাত ফরয হবে) (মা’রেফাতুস সুনান ওয়াল আছার লিল বায়হাক্বী, হা/ ২৫০৯)। যাকাত ফরয হওয়ার জন্য দুইটি শর্ত। ১. নিসাব পরিমাণ হওয়া ২. পূর্ণ এক বছর অতিক্রম করা। যাকাতের নিসাব হলো- ৭.৫ ভরি স্বর্ণ বা ৫২.৫ তোলা রৌপ্য বা এর সমপরিমাণ অর্থ থাকা। অর্থাৎ কোনো ব্যক্তির ব্যবসায়িক পণ্যের পরিমাণ যদি ৭.৫২ ভরি স্বর্ণ বা ৫২.৫ তোলা রৌপ্য সমপরিমাণ হয়, তাহলে সেই ব্যবসায়িক পণ্যের মোট হিসাবের উপর ২.৫% যাকাত আদায় করতে হবে (আবূ দাঊদ, হা/১৫৭৩; বুলূগুল মারাম, হা/৪৮৭)। উল্লেখ্য যে, প্রাণী যদি চারণভূমিতে বিচরণশীল না হয় তাহলে ব্যবসায়ী সম্পদের হিসাবে যাকাত গ্রহণ করা হবে, প্রাণীর যাকাতের হিসাবে নয়। সুতরাং উক্ত ব্যবসায়ীকে যাকাত বের করার দিন তার নিকট যত টাকা মূল্যের গরু-ছাগল আছে সেই মূল্যের উপর যাকাত নির্ধারণ করে যাকাত বের করতে হবে।


Magazine