উত্তর: আমাদের সমাজের প্রচলিত হিল্লা প্রথা একটি জাহেলী প্রথা। ইসলামে এটা সম্পূর্ণরূপে হারাম। তাই যেহেতু তা বিবাহই না, সুতরাং এর জন্য তালাক বা ইদ্দত পালনের বিধান নেই। উক্ববা ইবনু আমের রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি কি তোমাদের ভাড়াটে পাঁঠা সম্পর্কে জানাব না? সেই পাঁঠা হলো হিল্লাকারী। আর আল্লাহ হিল্লাকারী ও যার জন্য হিল্লা করা হয় উভয়কে অভিশাপ করেছেন’ (ইবনু মাজাহ, হা/১৯৩৬)। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা বলেন, كُنّا نَعُدُّ هَذا سِفاحًا على عَهدِ رسولِ اللَّهِ صلى الله عليه وسلم আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় এটিকে যেনা বলে গণ্য করতাম (সুনানে কুবরা, হা/১৪৩০৫)। বরং শারঈ পদ্ধতি হলো, স্বামী যদি স্ত্রীকে তিন তালাক প্রদান করে তাহলে সেই স্বামীর জন্য ঐ মহিলা হারাম হয়ে যাবে। এরপর ঐ মহিলার কোনো চুক্তি ছাড়াই যদি দ্বিতীয় বিবাহ হয় এবং দ্বিতীয় স্বামী স্বেচ্ছায় তাকে তালাক দেয় বা দ্বিতীয় স্বামী মারা যায়, তাহলে ইদ্দত শেষ হওয়ার পর আগের স্বামী চাইলে তাকে বিবাহ করতে পারে। এছাড়াও সমাজে প্রচলিত হিল্লা প্রথা ইসলামের জন্য অবমাননাকর।
প্রশ্নকারী : শাহানাজ