কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : কোনো বিধবা কিংবা ডিভোর্সি মহিলা কি তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করতে পারবে? যদি বিবাহ করে তাহলে, শরীআতের দৃষ্টিতে এই বিবাহ শুদ্ধ হবে কি?

উত্তর: কুমারী হোক কিংবা বিধবা বা তালাকপ্রাপ্তা হোক কোনো নারীর জন্য পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করা বৈধ নয়। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যেকোনো নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করবে, তার বিবাহ বাতিল! তার বিবাহ বাতিল! তার বিবাহ বাতিল!’ (তিরমিযী, হা/১১০২; মিশকাত, হা/৩১৩১)। উল্লেখ্য, বিধবা নারী নিজের ব্যাপারে অভিভাবকের চেয়ে বেশি হক্বদার (ছহীহ মুসলিম, হা/১৪২১)। মর্মে বর্ণিত হাদীছের আলোকে কেউ কেউ বিধবা নারীর একাকী বিবাহ করার বৈধতা দিয়েছেন। কিন্তু তা সঠিক অর্থ নয়। বরং এর সঠিক অর্থ হলো, সে পছন্দ-অপছন্দের ব্যাপারে অধিক হক্বদার। একাকী বিবাহ করার ব্যাপারে নয় (নায়লুল আওতার, ৬/১৪৩ পৃ.; সুবুলুস সালাম, ২/১৭৫ পৃ.)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।

Magazine