কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : মাযারস্থ কবরস্থানে কোনো কিছু দান করা যাবে কি?

উত্তর : না, মাযারস্থ কবরস্থানে কোনো কিছু দান করা যাবে না। বরং সেখানে দান করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কেননা সেখানে দানকৃত অর্থ-সম্পদ শিরকী ও বিদআতী কর্মকাণ্ডে ব্যবহার হয়ে থাকে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরষ্পরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমালংঘনের কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ আল মাহমূদ

বগুড়া।


Magazine