উত্তর: এই হাদীছ পুরুষদের জন্য প্রযোজ্য, কারণ মহিলাদের জন্য জামাআতে ছালাত আদায় করা ফরয নয়। এখানে মূলত জামাআতে ছালাত আদায় করতে উৎসাহ প্রদান করা হয়েছে। আর মহিলাদের ক্ষেত্রে মসজিদের থেকে ঘরে ছালাত আদায় করা উত্তম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নারীদের জন্য ঘরের আঙ্গিনায় ছালাত আদায়ের চাইতে তার গৃহে ছালাত আদায় করা উত্তম। আর নারীদের জন্য গৃহের অন্য কোনো স্থানে ছালাত আদায়ের চাইতে তার গোপন কামরায় ছালাত আদায় করা অধিক উত্তম’ (আবূ দাঊদ, হা/৫৭০)। এরপরেও কোনো মহিলা জামাআতে ছালাত আদায় করলে আল্লাহ দয়া দিয়ে তা পূর্ণ করে দিবেন। এক পবিত্রতায় তার জন্য চল্লিশ দিন। সাথে সাথে অনেক মহিলার বয়স বেশি বা কম হওয়ার কারণে ঋতু থাকে না। তখন সে স্বাভাবিকভাবেই ৪০ দিনের ফযীলত ধরতে পারে।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক