কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : সম্প্রতি জনৈক মুফতি বলেছেন, ট্যাক্স হারাম তাই ট্যাক্সের চাকুরীও হারাম। এ ব্যাপারে সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।

উত্তর : অসহায়-দরিদ্রদের সহযোগিতা, গৃহহীন ও বস্ত্রহীনদের গৃহ ও বস্ত্রের ব্যবস্থা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ইসলামে রয়েছে যাকাত ব্যবস্থা। যা প্রত্যেক সম্পদশালী ব্যক্তির উপর ফযর। আর ট্যাক্স একটি সরকারী নীতিমালা। কেউ কোনো দেশে বসবাস করতে চাইলে, সে দেশের সুবিধা ভোগ করতে চাইলে, সে দেশে ব্যবসা-বাণিজ্য ইত্যাদি করতে চাইলে সে দেশের কিছু নীতিমালা ও শর্ত রয়েছে এবং সে নীতিমালা ও শর্তগুলো মেনে সে দেশের সুবিধা ভোগ করা যায়। সুতরাং বসবাসের স্বার্থে যে সমস্ত নিয়ম ও শর্ত ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, হারামকে হালালকারী নয় তা একজন বহিরাগত ব্যক্তির মান্য করা ভালো। তবে দেশীয় নাগরিকদের উপর ট্যাক্স আরোপ করা জুলুম। সুতরাং ট্যাক্সের চাকুরী থেকে বিরত থাকা ভালো। উল্লেখ্য যে, সরকার কর্তৃক ধার্যকৃত ট্যাক্স প্রদান করলেও মুসলিমদেরকে সম্পদের যাকাত প্রদান করতে হবে (ছহীহ মুসলিম, হা/১৯)।

প্রশ্নকারী : ইশতিয়াক আহমেদ

হবিগঞ্জ সদর, হবিগঞ্জ জেলা।


Magazine