উত্তর : ‘রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছালাত বনাম প্রচলিত ছালাত’ বইয়ে জানাযায় পঠিতব্য যে ২টি দু‘আর কথা উল্লেখ করা হয়েছে তা তৃতীয় তাকবীরের পর এক সাথে পাঠ করা যাবে। কেননা উল্লিখিত দু’আ দুটি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযায় পাঠ করতেন (আবূ দাউদ, হা/৩২১০; তিরমিযী, হা/১০২৪; ইবনু মাজাহ, হা/১৪৯৮; মিশকাত, হা/১৬৭৫; ছহীহ মুসলিম, হা/৯৬৩, মিশকাত, হা/১৬৫৫)। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর জানাযার পদ্ধতি ছিল- প্রথম তাকবীর দিয়ে তিনি ‘আউযুবিল্লাহি মিনাশ-শায়ত্বনির রজীম’ ও বিসমিল্লাহির রহমানির রহীম’ পাঠ করে সূরা ফাতিহা ও অন্য যেকোনো একটি সূরা পাঠ করতেন (তিরমিযী, হা/১০২৬; নাসাঈ, হা/১৯৮৭; মিশকাত, হা/১৬৭৩)। অতঃপর দ্বিতীয় তাকবীর দিয়ে দরূদ পাঠ করতেন (সুনানুল কুবরা ‘বায়হাক্বী’, হা/৭২০৯; জামে‘উল আহাদীছ, হা/৪২৭৫৩)। তৃতীয় তাকবীর দিয়ে মায়্যেত, উপস্থিত, অনুপস্থিত সকলের জন্য দু‘আ করতেন (প্রাগুক্ত)। যেহেতু তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় তাকবীর পর দু‘আ করতেন আর উক্ত দু‘আ দুটি জানাযার দু‘আ হিসাবে প্রমাণিত তাই তা তৃতীয় তাকবীরের পর এক সাথে পড়া যাবে।
প্রশ্নকারী : ফজলে রাব্বী
মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্দা।