কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : আমাদের দেশে গরু-ছাগল অসুস্থ হলে বা কোনো সবজির গাছে সবজির ফলন কমে গেলে পানি পড়ে দেওয়া হয়। এটা কি সঠিক?

উত্তর: শারঈ ঝাড়ফুঁক জায়েয। সুতরাং মানুষ, গরু-ছাগল অসুস্থ হলে, ফলন কম হলে পানি পড়া দেওয়াতে কোনো সমস্যা নেই। কেননা কুরআন ও সুন্নাহ’তে বর্ণিত আয়াত ও দু‘আগুলো পাঠ করা ও সেগুলো পাঠ করে ঝাড়-ফুঁকের মাধ্যমে আরগ্য লাভ করা যায়। এক্ষেত্রে যেকোনো শিরক মুক্ত দু‘আ পাঠ করা যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,‘ ঝাড়ফুঁকের মধ্যে যখন শিরকের কিছু থাকবে না, তখন তা করাতে কোন ক্ষতি নেই (ছহীহ মুসলিম, হা/২২০০; মিশকাত, হা/৪৫৩০)।

প্রশ্নকারী : আব্দুল মালেক বিন ইদ্রিস

বালিয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine