কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : বিতর ছালাত ১ রাকা‘আত, ৩ রাকা’আত ও ৫ রাকা’আত ইত্যাদি সংখ্যায় পড়া যায়। রাকা’আতের কম-বেশির কারণে বিতর ছালাতের ছওয়াবে কম-বেশি হবে কি?

উত্তর : নেকীর কম-বেশি নয় বরং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সুন্নাহ বাস্তবায়নের মধ্যেই নেকী রয়েছে। যেহেতু এক রাকা’আত বিতর পড়ার প্রমাণে হাদীছের সংখ্যা অনেক বেশি। সেহেতু রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর অনুসরণ করত এক রাকা’আত বিতর পড়াই উত্তম। এছাড়াও আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো, যা নিয়মিত করা হয়। যদি ও তা অল্পই হোক না কেন’ (ছহীহ বুখারী, হা/৬৪৬৫; মিশকাত, হা/১২৪২)।

প্রশ্নকারী : মো. আব্দুল ওয়াহেদ

শিবগঞ্জ, গাইবান্ধা।


Magazine