কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : গোরস্থানের জন্য মোট ৫ শতাংশ জমি নির্ধারণ করা আছে। এখন সেখানে শুধুমাত্র জমির মূল মালিক যিনি তাকে দাফন করা আছে অর্থাৎ একটি কবর। অনেক জায়গা খালি পড়ে আছে। তাই খালি জায়গায় বড় ছেলে পানের বরজ করেছে। এমন অবস্থায় কবরস্থানে পানের বরজ করা জায়েয হবে কি?

উত্তর : প্রথমত, গোরস্থানের বৃহৎ খালি জায়গায় ফসল উৎপাদন করা যায়। এক্ষেত্রে গোরস্থান কমিটি সেখানে ফসল উৎপাদন করতে পারে বা বর্গা দিতে পারে। চাইলে দাতার সন্তানরা কমিটির নিকট হতে বর্গা নিতে পারে। তবে তা হতে প্রাপ্ত অর্থ গোরস্থানের উন্নয়নের কাজেই ব্যবহার করতে হবে। দাতার ছেলে-সন্তানরা একাই ভোগ করতে পারবে না। দ্বিতীয়ত, যদি কবরস্থানে অধিক কবর থাকে এবং ফসল উৎপাদনের জন্য কবরের উপর দিয়ে যাতায়াত করতে হয়, সেখানে বসতে হয় তাহলে সে কবরস্থানে ফসল উৎপাদন করা যাবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর এবং কবরের মাঝে বসতে, ছালাত আদায় করতে নিষেধ করেছেন। এ মর্মে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لَا تَجْلِسُوا عَلَى الْقُبُورِ، وَلَا تُصَلُّوا إِلَيْهَا ‘তোমরা কবরের উপর বসবে না এবং সেদিকে ফিরে ছালাত আদায় করবে না’ (ছহীহ মুসলিম, হা/৯৭২; মিশকাত, হা/১৬৯৮)। অন্যত্র তিনি বলেন, لاَ تَجْلِسُوا عَلِى الْقُبُورِ وَلاَ تُصَلُّوا عَلَيْهَا ‘তোমরা কবরের উপর বসবে না এবং এর উপর ছালাত আদায় করবে না’ (মুসনাদে আহমাদ, হা/১৭২৫৫)। نَهَى أَنْ يُصَلِّىَ بَيْنَ الْقُبُوْرِ ‘রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাঝে ছালাত আদায় করতে নিষেধ করেছেন’ (ছহীহ ইবনু হিব্বান, হা/১৬৯৮)। তবে যদি জমিটা পারিবারিক কবরস্থান হিসাবে নির্ধারণ করা থাকে, তাহলে কবরের পূর্ণ হেফাযত করে তার সন্তানরা পানের বরজসহ চাষাবাদ করতে পারে।

প্রশ্নকারী : রায়হান

রাজশাহী।


Magazine