কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : দেশে নিষিদ্ধ চায়না জাল তৈরি করে উপার্জিত টাকা দিয়ে জীবিকা নির্বাহ জায়েয হবে কি?

উত্তর: লাভের চেয়ে ক্ষতি বেশি হওয়ায় সরকার চায়না জাল আমদানী ও ব্যবহার নিষিদ্ধ করেছে। যেমন: মাছের ছোট ছোট পোনা নষ্ট হয় যার ফলে মাছ উৎপাদনে ঘাটতি হয়। সুতরাং দেশ ও পরিবেশ রক্ষার জন্য সরকার যদি কোনো আইন করে এবং তা শরীআ বিরোধী না হয় তাহলে, তা নাগরীকদের জন্য মেনে চলা প্রয়োজন। কেননা মেনে চলার মাধ্যমে শান্তি-শৃংখলা বজায় থাকে। আল্লাহ পৃথিবীতে বিশৃংখলা ও বিপর্যয় ঘটাতে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেন, ‘শান্তি-শৃঙ্খলা স্থাপিত হওয়ার পর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না’ (আল-আ‘রাফ, ৭/৫৬, ৮৫)। সুতরাং নিষিদ্ধ চায়না জাল তৈরি করা যাবে না। এমন জিনিস বিক্রয় করলে তার মূল্য বৈধ হবে না।

প্রশ্নকারী : জহিরুল ইসলাম

দোহার, ঢাকা।

Magazine