কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): মুদ্রা ব্যবসায় শারঈ কোনো বাধা আছে কি?

উত্তর: মুদ্রা ব্যবসা, ডলারের বিনিময়ে টাকা, টাকার বিনিময়ে রিয়াল ইত্যাদি বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয় কোনো শারঈ বাধা নেই। যদি তা নগদ নগদ হাতে হাতে হয় (ছহীহ বুখারী, হা/২৪৯৮; ছহীহ মুসলিম, হা/১৫৮৮)। তবে একই দেশীয় মুদ্রার বিনিময়ে কম বেশি দেওয়া নেওয়া চলবে না। যেহেতু তা সূদী কারবারে পরিণত হয়ে যাবে।

প্রশ্নকারী : সেলিম

খুলনা সদর।


Magazine