কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩): হিজামা করিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যাবে কি? অনেকে বলছে পারিশ্রমিক নেওয়া হারাম। অথচ যিনি হিজামা করাচ্ছেন, তার হিজামা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম (যেমন- কাপ, মাস্ক, হ্যান্ড গ্লোভস, ভায়োডিন ইত্যাদি) ব্যবহার করা হয়, যাতে খরচ আছে। আগে ব্যবহার হতো না, শুধু মুখ দিয়ে রক্ত টেনে বের করা হতো। এমতাবস্থায় পারিশ্রমিক নেওয়া কি বৈধ?

উত্তর: হিজামা করিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যায়। আমর ইবনু আমির রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস রযিয়াল্লাহু আনহু-কে বলতে শুনেছি যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা লাগাতেন এবং কোনো লোকের পারিশ্রমিক কম দিতেন না (ছহীহ বুখারী, হা/২১৩৬)। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা লাগালেন এবং যে তাকে শিঙ্গা লাগিয়েছে, তাকে তিনি মজুরি দিলেন। যদি তা হারাম হতো তবে তিনি তা দিতেন না (ছহীহ বুখারী, হা/২১০৩)। নিষেধাজ্ঞার বিষয়ে যেসব হাদীছ এসেছে সেগুলো হারাম অর্থে নয় বরং অপছন্দনীয় অর্থ উদ্দেশ্য (মিরকাতুল মাফাতীহ, ৫/১৮৯৪)। সুতরাং হিজামা করিয়ে উপার্জন গ্রহণ করা যায়। তবে এটাকে পেশা হিসাবে গ্রহণ না করে জনস্বার্থে চিকিৎসা করালে ছওয়াব পাবে, ইনশা-আল্লাহ।

প্রশ্নকারী : আব্দুল মালেক

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine