কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : আমার নানা মারা গেছে, তার কোনো ছেলে নাই, এমতাবস্থায় নানিকে কি যাকাতের টাকা দেওয়া যাবে?

উত্তর : না, দাদা-দাদি, নানা-নানিকে যাকাতের টাকা দেওয়া যাবে না। কেননা এমন ক্ষেত্রে তাদের ব্যয়ভার বহন করা এই নাতীর ওপর ফরয। আর যেসব নিকটাত্মীয়ের ব্যয়ভার বহন করা ফরয তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না (আল-মুগনী, ৪/৯৮)। 

মো. তরিকুল ইসলাম

ঢাকা।


Magazine