কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : ছালাতের প্রথম রাকাআতে সূরা ফাতিহার সাথে সূরা মাঊন পড়ে দ্বিতীয় রাকাআতে সূরা ফাতিহার পর সূরা ফীল পড়লাম। আমার জিজ্ঞাসা হলো, সূরার ধারাবাহিকতা ঠিক না থাকলে সাহু সিজদা দিতে হবে কী?

উত্তরছালাতে ধারাবাহিকভাবে সূরা পড়াই উত্তম। তবে আগ-পিছ করে পড়েও ছালাত আদায় করা যায়। ইমাম বুখারী রহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন যে, ‘এক রাকআতে দুই সূরা মিলিয়ে পড়া, সূরার শেষাংশ পড়া, এক সূরার পূর্বে আরেক সুরা পড়া এবং সূরার প্রথমাংশ পড়া’। তারপর তিনি বর্ণনা করেছেন যে, আহনাফ রহিমাহুল্লাহ প্রথম রাকাআতে সূরা কাহফ তেলাওয়াত করেন এবং দ্বিতীয় রাকাআতে সূরা ইউসুফ বা সূরা ইউনুস তেলাওয়াত করেন এবং তিনি বর্ণনা করেছেন যে, তিনি উমার রযিয়াল্লাহু আনহু-এর পিছনে এ দুইটি সূরা দিয়ে ফজরের ছালাত আদায় করেছেন (ছহীহ বুখারী, ১/১৫৪)। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাতের ছালাতে সূরা বাকারা পড়ে সূরা নিসা পড়েন। তারপর তিনি সূরা আলে ইমরান পড়েন (ছহীহ মুসলিম, হা/৭৭২)। সুতরাং এটি স্পষ্ট হয় যে, সূরার ধারাবাহিকতা বজায় রাখা উত্তম। কিন্তু কেউ এই ধারাবাহিকতা বজায় না রাখলেও কোনো সমস্যা নেই। আর এজন্য তাকে সাহু সিজদা দিতে হবে না।

প্রশ্নকারী : হাছিবুর রহমান

ডুমুরিয়া, খুলনা।


Magazine