উত্তর: শিশু প্রাপ্তবয়স্ক হলেই তার ওপর শরীআতের বিধিবিধান বর্তাবে এবং তার পাপ-পুণ্য লেখা হবে। আলী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিন ধরনের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তারা হলো- ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না জাগ্রত হয়; নাবালেগ, যতক্ষণ না সে সাবালক হয় এবং পাগল, যতক্ষণ না জ্ঞানসম্পন্ন হয়’ (আবূ দাঊদ, হা/৪৪০৩)। আর ছেলে শিশুর সাবালক হওয়ার লক্ষণ হলো স্বপ্নদোষ হওয়া, নাভির নিচের লোম উঠা অথবা পনের বছর বয়স হওয়া। আর এগুলোর সাথে মেয়ে শিশুর সাবালক হওয়ার আরেকটি লক্ষণ হলো হায়েয শুরু হওয়া।
প্রশ্নকারী :মো. মোস্তফা কামাল
নওগাঁ।