কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪): আমি একজন শিক্ষক। পেশাগত কারণে সহশিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েকে একত্রে পড়াতে হয়, বিভিন্ন এসেম্বলি বা অনুষ্ঠানে নাচ-গান হয় সেখানেও থাকতে হয়, এতে আমার উপার্জন কি হালাল হবে? এক্ষেত্রে আমার করণীয় কী?

উত্তর: শিক্ষাদান একটি বৈধ এবং ভালো কাজ। সুতরাং এর ভিত্তিতে যে উপার্জন আসবে তা হালাল হবে (আল-মুগনী, ৫/৪০৩)। কিন্তু সহশিক্ষা ব্যবস্থাপনা এবং নাচ-গানের আয়োজন ইসলামের দৃষ্টিতে নাজায়েয। সহশিক্ষা ব্যবস্থার কারণে আমাদের সমাজে যেসব হারাম কাজের দ্বার উন্মোচিত হয় সেগুলো সম্পর্কে আমরা প্রায় সবাই অবগত। এজন্য করণীয় হলো এমন প্রতিষ্ঠানে যোগদান করার চেষ্টা করা যেখানে এই সমস্যাগুলো থাকবে না। আর সহশিক্ষা ও পর্দাহীন পরিবেশে চাকরি করা ও অর্থ উপার্জন করা থেকে বিরত থাকতে হবে। কেননা এতে অন্যায়ের সহযোগিতা করা হয়। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরের সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

তোহিদুজ্জামান

রংপুর।


Magazine