উত্তর : মুসলিম পুরুষের নামের পূর্বে ‘মুহাম্মাদ’ এবং মেয়েদের নামের পূর্বে ‘মুসাম্মাৎ’ লেখা বা বলার নিয়ম নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবা ও তাবেঈনদের যুগে ছিল না। এমনকি আরব দেশগুলোতে এখনো নেই। এই নিয়মটি ভারত উপমহাদেশেই বেশি প্রচলিত। তবে এরূপ করাতে কোনো আপত্তি নেই। কেননা যতদূর জানা যায়, বৃটিশ আমলে ভারতে হিন্দুরা যখন ঢালাওভাবে হিন্দু-মুসলিম সবার নামের আগে শ্রী, শ্রীযুক্ত (যা তাদের নিকট সম্মানসূচক শব্দ) ইত্যাদি ব্যবহার করতে শুরু করে এবং রাষ্ট্রীয় নথিপত্রে ঐ শব্দগুলো যখন হিন্দুদের পাশাপাশি মুসলিমদের নামের শুরুতে বসানোর ব্যাপকতা লাভ করতে থাকে, তখন মুসলিমগণ নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার নিমিত্তে তাদের পুরুষদের নামের আগে শ্রী প্রভৃতির পরিবর্তে ‘মুহাম্মাদ’ ও মহিলাদের নামের আগে শ্রীমতী-এর পরিবর্তে ‘মুসাম্মাৎ’ চালু করেন।
-আরমান মোল্লা
ভেকুটিয়া, যশোর।