উত্তর: বাবা বেঁচে থাকা অবস্থায় সন্তানরা সম্পদের মালিক হয় না। যেহেতু বাবার জীবদ্দশায় ছেলে-মেয়েরা সম্পদের অংশের মালিক হয়নি, তাই ভাই-বোনদের এই সম্পদ ছেড়ে দেওয়া শরীয়তে গ্রহণযোগ্য নয়। তবে বাবার মৃত্যুর পর সন্তানরা চাইলে নিজের প্রাপ্য অংশ বোন বা অন্য কাউকে দিলে সে তা গ্রহণ করতে পারে। উমার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের সম্পদ হতে কিছু সম্পদ দিলেন। আমি বললাম, আমার চেয়ে দরিদ্র ব্যক্তিকে দিন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নিজের সম্পদ বানিয়ে নাও অতঃপর চাইলে অন্যকে দান করে দাও (ছহীহ বুখারী, হা/৭১৬৩)।
প্রশ্নকারী : দেলোযার
পাবনা।