উত্তর: না, অমুসলিমদের ধর্মীর উৎসব উপলক্ষে এমন বোনাস গ্রহণ করা জায়েয নয়। কেননা অগ্নিপূজকদের ধর্মীয় উৎসব উপলক্ষে দেওয়া খাবার সম্পর্কে আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেছেন যে, ‘এই দিন উপলক্ষে যা যবেহ করা হয়েছে সেগুলো তোমরা খাবে না’ (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ, হা/২৪৩৭১)। কোনো মুসলিমের জন্য অন্য কোনো মুসলিমকে অমুসলিমদের কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো কিছু হাদিয়া দেওয়া জায়েয নয় (ইকতিযাউছ ছিরাতিল মুস্তাকিম, ইবনু তায়মিয়্যাহ, ১/২২৭)। সুতরাং কালিপূজো উপলক্ষে কোনো বোনাস গ্রহণ করা যাবে না।
প্রশ্নকারী: আশিকুল ইসলাম মোল্লা
পশ্চিমবঙ্গ, ভারত।