কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): আমি একজন ব্যবসায়ীর ম্যানেজার হিসেবে কাজ করি। আমিতার ব্যবসার সকল আয়-ব্যয়ের হিসাব লিখে রাখি। বর্তমানে তিনি কিছু টাকা সুদে লোন নিয়েছেন। সুদ নেয়া বা তার লাভ দেয়ারসাথে আমার কোন সম্পর্ক নেই। কিন্তু আমি যেহেতু তার ব্যবসার সকল আয়-ব্যয়ের হিসাব লিখে রাখি, তাই তিনি যে তারিখে সুদের লাভ দেন সেই তারিখে সুদের লাভের ব্যয় হিসেবে আমাকে খাতায় লিখে রাখতে হয়। আমি সুদের লাভ উল্লেখ না করে, অন্যান্য বাবদ লিখে খরচটা দেখাই। এর মাধ্যমে কি আমি সুদের লেখক হিসেবে পরিগণিত হব?

উত্তর: এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে। কেননা, এতে অন্যায়কে সহযোগিতা করা হবে। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা নেকি ও তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালংঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না (আল মায়েদা, ৫/২)। বরং আল্লাহর ওপর ভরসা করে অন্য হালাল রিযিকের সন্ধান করতে হবে। কেননা, আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য (উত্তরণের) পথ করে দেবেন, এবং তিনি তাকে তার ধারণাতীত উৎস হতে রিযিক্ব দান করবেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট (আত-তালাক, ৬৫/২-৩)।

প্রশ্নকারী : খালেদ সাইফুল্লাহ

ধামরাই, ঢাকা


Magazine