কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন : (৫) নতুন বাড়ি নিমার্ণের সময় মাটিতে রক্ত দেওয়া কি জায়েয?

উত্তর : নতুন বাড়ি নিমার্ণের সময় অপশক্তি বা অশরীরিকে কল্পনা করে রক্ত প্রবাহ করা বৈধ হবে না। বরং তা হবে স্পষ্ট শিরক। কারণ সকল রক্ত প্রবাহ আল্লাহর জন্য হতে হবে। মহান আল্লাহ বলেন, ‘হে রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার ছালাত, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ এ সবকিছু জগৎসমূহের রবের জন্য’ (আল-আন’আম, ৬/১৬২)। তিনি অন্যত্র বলেন, ‘আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে ছালাত আদায় এবং কুরবানী করুন’ (আল-কাওছার, ১০৮/২)। তিনি আরো বলেন, ‘তোমাদের উপর হারাম করা হয়েছে... যা নির্দিষ্ট আস্তানায় যবেহ করা হয় (আল-মায়েদা, ৫/৩)। আলি রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘ঐ ব্যক্তির উপর আল্লাহ অভিসাপ করেছেন; যে আল্লাহ ব্যতীত অন্যের জন্য যবেহ করে’ (ছহীহ মুসলিম, হা/১৯৭৮)। তবে বাড়িকে শয়তানের সকল প্রকার অনিষ্ঠতা থেকে সংরক্ষিত রাখার জন্য সূরা আল-বাক্বারা পড়তে হবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা তোমাদের বাড়ি-ঘরকে কবরস্থান বানিয়ো না, নিশ্চয় শয়তান সে বাড়ি থেকে পলায়ন করে যে বাড়িতে সূরা আল-বাক্বারা তেলাওয়াত করা হয়’ (ছহীহ মুসলিম, হা/৭৮০)।

-আজিজুল্লাহ

মাহিগঞ্জ, রংপুর।


Magazine