উত্তর : কাপড়ের কোন অংশে পেশাব বা নাপাকী লাগলে ঐ অংশটুকু ধৌত করলেই হবে (মিশকাত, হা/৪৯৪; ছহীহ বুখারী, হা/২৩০; ছহীহ মুসলিম, হা/২৮৯)। পেশাব বা নাপাকী লাগা অংশটুকু ধৌত করার ব্যাপারে কোন সংখ্যা শরী‘আতে উল্লেখ নেই। সুতরাং সন্দেহমুক্ত হওয়ার জন্য তা একের অধিকবারও ধৌত করতে পারবে (আবুদাঊদ, হা/৩৭৪; মিশকাত, হা/৫০১-৫০২)।
-আব্দুল্লাহ
মাসিমপুর, দিনাজপুর।