উত্তর : ডিপিএস খোলা জায়েয নয়। কেননা তা সূদের সাথে সম্পৃক্ত। ডিপিএস খুললে মালিকানা বাতিল হয় না। কেননা সে ইচ্ছা করলে ডিপিএস ভেঙে দিতে পারে। অতএব, ডিপিএস-এর টাকা নেসাব পরিমাণ হলে ও তাতে এক বছর পূর্ণ হলে সে যাকাত দিবে। আলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমার কাছে ২০০ দিরহাম থাকলে এবং তা পূর্ণ এক বছর অতিবাহিত হলে পাঁচ দিরহাম (যাকাত) দিবে। স্বর্ণের ক্ষেত্রে ২০ দীনার বা সাড়ে সাত ভরির কমে যাকাত নেই। অতঃপর যদি কোনো ব্যক্তির নিকট সাড়ে সাত ভরি স্বর্ণ এক বছর পর্যন্ত থাকে তবে এর জন্য অর্ধ-দীনার যাকাত দিতে হবে। এরপর যা বাড়বে তাতে উপরিউক্ত হিসেবে যাকাত দিতে হবে’ (আবূ দাউদ, হা/১৫৭৩)।
-মামুন
ঢাকা।