কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : আমি পড়াশুনার জন্য পরিবারসহ অস্ট্রেলিয়ায় থাকি। এখানেই আমার সন্তান জন্মগ্রহণ করবে। আমি বাংলাদেশে আমার গ্রামের বাড়িতে সপ্তম দিনে তার আক্বীক্বা দিতে চাই। এটা জায়েয হবে কি? নাকি অস্ট্রেলিয়াতেই আক্বীক্বা করতে হবে?

উত্তর : আক্বীক্বা করার বিষয়টি কোনো স্থানের সাথে নির্ধারিত নয়; বরং সপ্তম দিনের সাথে নির্দিষ্ট। তাই সপ্তম দিনের হিসাব ঠিক রেখে শিরকী স্থান ব্যতীত যে কোনো স্থানে আক্বীক্বা করলে আক্বীক্বা হয়ে যাবে- ইনশাআল্লাহ। সামুরা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতেক শিশু তার আকীকার সাথে বন্ধক/দায়বদ্ধ থাকে। তার জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু যবাই করতে হবে, তার মাথা কামাতে হবে এবং নাম রাখতে হবে’ (মুসনাদে আহমাদ, হা/২০২০১; ইবনু মাজাহ, হা/৩১৬৫)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ছাহাবাদের পুত্র সন্তানের জন্য দু’টি ছাগল ও কন্যা সন্তানের জন্য একটা ছাগল আক্বীক্বা করার আদেশ করেছেন (তিরমিযী. হা/১৫১৩)।

প্রশ্নকারী : মনির

পি.এইচ.ডি গবেষক, এডিলেইড, অস্ট্রেলিয়া।


Magazine