কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : ন্যাশনাল আইডি কার্ড করতে গেলে ওখানে বলে যে, মহিলাদের কপালের সামনের চুলসহ কান বের করতে হবে। এক্ষেত্রে করণীয় কী?

উত্তর : স্বাভাবিক অবস্থায় কোনো মহিলার জন্য কোনো পরপুরুষের সামনে নিজের চুল বা কান ঢেকে রাখতে হবে। কারণ কানও মুখমণ্ডলের অন্তর্ভুক্ত। সুতরাং এগুলো ঢেকে রাখাই উত্তম (আন-নূর, ২৪/৩১)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর ইফকের ঘটনাতে বর্ণিত হয়েছে যে, তিনি রাযিয়াল্লাহু আনহা সাফওয়ান রাযিয়াল্লাহু আনহু-কে দেখেই মুখ ঢেকে নিয়েছিলেন (ছহীহ বুখারী, হা/৪১৪১)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আসমা বিনতু আবূ বকর রাযিয়াল্লাহু আনহা পাতলা কাপড় পরিহিতা অবস্থায় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এলে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়ে বললেন, ‘হে আসমা! মেয়েরা যখন সাবালিকা হয় তখন এই দুইটি অঙ্গ ছাড়া অন্য কোনো অঙ্গ প্রকাশ করা তার জন্য সংগত নয়’, এ বলে তিনি তাঁর চেহারা ও দুই হাতের কব্জির দিকে ইশারা করেন (আবূ দাঊদ, হা/৪১০৪)। তবে জরুরী অবস্থায় মুখমণ্ডল ও দুই হাতের কব্জি বের করা যাবে।

প্রশ্নকারী: রাবেয়া ইসলাম

বোয়ালমারী, ফরিদপুর।

Magazine