উত্তর : আমরা হুবুহু উল্লিখিত শব্দে হাদীছ অবগত হতে পারিনি। তবে এর সমর্থনে বর্ণিত দুটি হাদীছ নিম্নে উল্লেখ্য করা হলো- عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنْ وَجَدْتُ مَعَ امْرَأَتِى رَجُلاً أَأُمْهِلُهُ حَتَّى آتِىَ بِأَرْبَعَةِ شُهَدَاءَ قَالَ « نَعَمْ ». আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, সা’দ ইবনু উবাদা রযিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলাল্লাহ! আমি যদি আমার স্ত্রীর সঙ্গে কাউকে দেখতে পাই, তাহলে চারজন সাক্ষী যোগাড় করা পর্যন্ত আমি কি তাকে অবকাশ দেব? তিনি বললেন, হ্যাঁ’ (ছহীহ মুসলিম, হা/১৪৯৮; মুসনাদে আহমাদ, হা/১০০০৮; মুয়াত্ত্বা মালেক, হা/২৭৩০)। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা সূত্রে বর্ণিত, একদা হিলাল ইবনু উমাইয়্যা রযিয়াল্লাহু আনহু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট শারীক ইবনু সাহমা’র সাথে তার স্ত্রীর অবৈধ সম্পর্কের অভিযোগ করলে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি প্রমাণ পেশ করো অন্যথায় তোমার পিঠে হদ্দ (শরীয়ত নির্ধারিত শাস্তি) কার্যকর হবে। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! এটা কিভাবে সম্ভব? এক ব্যক্তি তার স্ত্রীর সাথে অন্য পুরুষকে অবৈধ কাজে লিপ্ত দেখে সে সাক্ষীর খোঁজে বের হবে? নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তুমি সাক্ষী পেশ করো, অন্যথায় তোমার পিঠে হদ্দ কার্যকর হবে। হিলাল উবনু উমায়্যা রযিয়াল্লাহু আনহু বললেন, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য দীনসহ পাঠিয়েছেন। আমি আমার দাবীতে অবশ্যই সত্যবাদী। নিশ্চয় আল্লাহ আমার বিষয়ে অবতীর্ণ করবেন। যা আমার পিঠকে শাস্তি থেকে রক্ষা করবে। তখন এ আয়াত অবতীর্ণ হলো- ‘এবং যারা নিজেদের স্ত্রীদের উপর যিনার অভিযোগ দেয় অথচ তাদের কাছে তারা ছাড়া অন্য কেউ সাক্ষী নেই...’ (আবূ দাউদ, হা/২২৫৪; ইবনু মাজাহ, হা/২০৬৭)। উল্লেখ্য যে, ‘আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিষয়টি গোপন রাখতে বললেন’ এমন বাক্য কোনো হাদীছ দ্বারা প্রমাণিত নয়। তবে বিভিন্ন বর্ণনার ভিত্তিতে এমনটি বুঝা যায়।
প্রশ্নকারী : রাফিয়ান আব্দুল্লাহ
রাজবাড়ি সদর।