উত্তর : সাধারণভাবে মেয়েরা মাহরাম নয় এমন পুরুষদের সেবা করতে পারবে না। বরং মেয়েরা মেয়েদের সেবা করবে আর পুরুষরা পুরুষদের সেবা করবে। আর নারী পুরুষের এমন অবাধ মেলামেশা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। সুতরাং মেয়েরা অসুস্থ পুরুষদের সেবা করা থেকে বিরত থাকবে। তবে যদি একান্ত প্রয়োজন হয়, তাহলে পর্দা ঠিক রেখে তা করতে পারে। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যথাসম্ভব আল্লাহকে ভয় করো’ (আত-তাগাবুন, ৬৪/১৬)।
প্রশ্নকারী : রুফায়দা
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।